*নিজস্ব প্রতিনিধি, দ্বীপক চন্দ্র সরকার, নেত্রকোণা।:*
নেত্রকোণায় "দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ " শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
"প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার" এই প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই সেমিনারের আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) রাফিকুজ্জামান এর সভাপতিত্বে সিনিয়র সহকারী কমিশনার মোঃ শাহনূর রহমান এর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ লেহাজ উদ্দিন।
সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহজাহান কবীর, নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাবেক যুগ্ম সম্পাদক দৈনিক ইনকিলাবের সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক,
নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ লুৎফুর হায়দার ফকির, নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তফা কামাল, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, টিটিসির প্রশিক্ষক মোঃ আসাদুজ্জামান, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ফরহাদ হোসেন,
তামান্না মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ফারহানা আক্তার লিনু, নাহার মহিলা উন্নয়ন সমিতির সভাপতি আফরোজা নার্গিস প্রমূখ।
সেমিনারে বক্তারা বলেন, দালালদের খপ্পরে না পড়ে যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা ভালো ভাবে বুঝে শুনে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে সেই দেশের ভাষা শিখে আইন কানুন মেনে বিদেশ গেলে মর্যাদা ও অধিক বেতন আদায় করতে পারে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ