স্টাফ রিপোর্টার:
নরসিংদী সদর উপজেলার মাধবদী ও তার আশপাশের এলাকাগুলোতে ব্যাপক হারে বেড়ে গেছে ব্য্যাটারী চালিত অটোরিক্সা চুরি। প্রতিনিয়ত-ই কোন না কোন স্হানে চুরি হচ্ছে এই ব্যাটারী চালিত রিক্সা।
অনুসন্ধানে জানা গেছে , গত ১৮ জানুয়ারি ২০২৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার দিন দুপুরে রায়পুরা এলাকার এক চোর আনন্দী পূর্ব পাড়া আবু কসাইয়ের বাড়ির ভাড়াটিয়া তারা মিয়া ও তার আপন চাচাতো ভাই এরা দুইজনে মিলে ব্যাটারী চালিত একটি রিক্সা চুরি করে এনে আনন্দী গ্রামের মৃত করিম মিয়ার ছেলে রিক্সাচালক আশরাফুল ও তার সাঙ্গ-পাঙ্গদের সহযোগিতায় আনন্দীর মৃত মনু মিয়া মেকারের ছেলে নরসিংদী - মদনগঞ্জ সাবেক রেলওয়ে সড়কের আনন্দী আটপাইকা বাজার সংলগ্ন একটি রিক্সা গ্যারেজের মালিক নজুর নিকট ৩০ হাজার টাকায় বিক্রি করে। জানা যায় , চুরি করে বিক্রি করা ব্যাটারী চালিত রিক্সাটির মূল্য ৭০/৮০ হাজার টাকা অথচ তারা রিক্সাটি চুরি করে এনে সস্তা মূল্যে বিক্রি করে দেয়। এদিকে রিক্সা হারিয়ে সর্বশান্ত হচ্ছে নিরীহ হতদরিদ্র রিক্সা চালক। এ বিষয়টি প্রশাসন জানতে পেরে অভিযান অব্যাহত রেখেছেন বলেও একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়।
এ ব্যাপারে মাধবদী পৌরসভার মেয়র হাজি মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক ও সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন মাধবদী ও তার আশপাশের এলাকার সচেতন নাগরিকবৃন্দ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ