1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
নরসিংদী পাবলিক কলেজের ধারাবাহিক সাফল্য অব্যাহত রয়েছে  - Bikal barta
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৫৪|
সংবাদ শিরোনামঃ

নরসিংদী পাবলিক কলেজের ধারাবাহিক সাফল্য অব্যাহত রয়েছে 

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪,
  • 123 জন দেখেছেন

 

মো: হানিফ খন্দকার নরসিংদী:

নরসিংদী: নরসিংদী পাবলিক কলেজ, আশরাফুল ইসলামের নেতৃত্বে ধারাবাহিক সাফল্যের পথ ধরে ২০২৪ শিক্ষাবর্ষেও শিক্ষা বিস্তারে নিজেদের অবস্থান সুদৃঢ় করে নিয়েছে। নরসিংদীর অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত এই কলেজটি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আদর্শ নাগরিক গঠনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রিন্সিপাল আশরাফুল ইসলামের দক্ষ নেতৃত্বে, একঝাঁক মেধাবী ও উদ্যমী এবং তরুণ শিক্ষকের পরিশ্রমের ফলেই নরসিংদী পাবলিক কলেজের এই সাফল্য এসেছে। গত কয়েক বছরে কলেজটি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে ধারাবাহিক সফলতা দেখিয়েছে, যার ফলে কলেজটি নরসিংদীর মধ্যে একটি সুপরিচিত ও সম্মানজনক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

 

কলেজটির শিক্ষা কার্যক্রমে আধুনিক পদ্ধতির প্রয়োগ, নিয়মিত ক্লাস ও পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ ও শিক্ষানুরাগী করার প্রয়াস এবং মানসম্পন্ন শিক্ষকদের নিয়ে গঠিত শিক্ষা বান্ধব পরিবেশ শিক্ষার মান উন্নয়নে বড় ভূমিকা পালন করছে। শিক্ষকদের প্রচেষ্টা এবং তাদের নিয়মিত প্রশিক্ষণের ফলে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং বাস্তব জীবনে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করছে।

 

একাডেমিক ফলাফল সহ শিক্ষা কার্যক্রমেও নরসিংদী পাবলিক কলেজ সমানভাবে এগিয়ে রয়েছে। কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করছে। ফলে, নরসিংদী পাবলিক কলেজ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটি রোল মডেল।

 

প্রিন্সিপাল আশরাফুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়, বরং নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ মানুষ গড়ে তোলা। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দেশ ও সমাজের জন্য সম্পদ হিসেবে গড়ে উঠুক। এজন্য আমরা শিক্ষার পাশাপাশি নৈতিকতা, নেতৃত্বদানের গুণাবলী এবং সামাজিক দায়িত্ববোধের বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়ে থাকি”

 

শিক্ষার্থীদের এমন সাফল্যের পেছনে রয়েছে কলেজের উন্নত পাঠদান পদ্ধতি, যথাযথ শিক্ষকের তত্ত্বাবধান এবং নিয়মিত মূল্যায়ন ব্যবস্থা। কলেজের প্রতিটি বিভাগে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী থাকায় শিক্ষার্থীদের জন্য উচ্চমানের শিক্ষা গ্রহণ সহজ হয়েছে।

 

২০২৪ শিক্ষাবর্ষেও নরসিংদী পাবলিক কলেজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। তাদের বিশ্বাস, কলেজটি আগামীতে আরো বড় সাফল্য অর্জন করবে এবং নরসিংদীর শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!