আ:ছাত্তার মিয়া,নরসিংদী:
আম কুড়াতে গিয়ে ধর্ষনের শিকার মাদ্রাসা পড়ুয়া ছাত্রী:অতঃপর ধ*র্ষক আটক।নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার চা*ঞ্চল্যকর ১২ বছরের মাদ্রাসা পড়ুয়া মেয়ে ধ*র্ষণের মামলার এজহার নামীয় পলাতক আসামি নারায়ণ চন্দ্র পাল (৫৩) র্যাব-১১ এর অভিযানে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে কুমিল্লা জেলার বুড়িচং থানার কংশনগর পশ্চিম বাজার সংলগ্ন আসামির মেয়ের শ্বশুরবাড়ী থেকে ধ*র্ষক নারায়ণ চন্দ্র পালকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হবার পর র্যাব-১১ কর্মকর্তাদের নিকট আসামী ধ*র্ষন করেছে বলে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। ধর্ষক নারায়ণ চন্দ্র পাল (৫৩) শিবপুর থানার কুন্দারপাড়া এলাকার কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে।
আজ ১১-০৪-২০২৫ তারিখ উক্ত আসামী গ্রেফতার বিষয়ে প্রেস ব্রিফিংয়ে জানান, সাদমান ইবনে আলম,মেজর, উপ-পরিচালক, কোম্পানি কমান্ডার, র্যাব-১১ সিপিএসসি,নরসিংদী।