স্টাফ রিপোর্টার আ: সাত্তার : নরসিংদীতে "পলিথিনের ব্যবহার পরিহার করি,পাটপণ্যের বাংলাদেশ গড়ি "এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পাট দিবস উপলক্ষে নরসিংদীর জেলা প্রশাসনের উদ্যোগে পাট বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। ৬/৩/২৫ ইং বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান এর সভাপতিত্বে ও নরসিংদী পাট অধিদপ্তরের উন্নয়ন কর্মকর্তা মো: খোরশেদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন পাট অধিদপ্তর কর্মকর্তা মো: আজমত আলী আকন্দ রেজাউল। প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম,অতিরিক্ত জেলা পুলিশ সুপার কলিম উল্লাহ,নরসিংদী প্রেসক্লাব সভাপতি মো: নুরুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অফিসার মো: সোহানুর রহমান, নরসিংদী পাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো: মোস্তাক আহমেদ,মদিনা জুট মিলস পাট অফিসার অলিউল্লাহ,বাদুয়ারচর পাট চাষী মো: দেলোয়ার হোসেন, পাট চাষী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
জানা যায় ,পাট চাষে কৃষকের আগ্রহ সৃষ্টি, পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি,পাট ও পাটপণ্যের ব্যবহার সম্প্রসারণসহ সোনালী আশ খ্যাত পাটের সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে ৬ মার্চকে জাতীয় পাট দিবস পালন করা হয়। এ ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও ০৬ মার্চ জাতীয় পাট দিবস, ২০২৫ ইং যথাযথভাবে উদযাপনের নিমিত্তে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১০ম বারের মত জাতীয় পাট দিবস পালন করা হচ্ছে। পরিবেশ বান্ধব পাট ও পাটজাত পণ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে ১লা জানুয়ারী ২০২৫ইং পাট ও পাটজাত পণ্যকে বর্ষপণ্য হিসেবে ঘোষনা করেছেন। বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় নরসিংদী জেলায় ও জাতীয় পাট দিবস বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করা হচ্ছে।পাট অধিদপ্তরের অধীনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প চালু করেছেন। উক্ত প্রকল্পের মাধ্যমে পাট চাষীদেরকে পাট উৎপাদন বাড়ানোর জন্য প্রশিক্ষণের মাধ্যমে উন্নত প্রযুক্তি ভাল মানের পাটবীজ, রাসায়নিক সার, বালাইনাশক ও কৃষি যন্ত্রপাতি সরবরাহ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে নরসিংদী জেলায় পাঁচটি উপজেলায় পাট ও পাটবীজ উৎপাদনকারী ৩৭৫ (তিনশত পঁচাত্তর) জন চাষীদেরকে উন্নত প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ১০,৫৬৪ (দশ হাজার পাঁচশত চৌষট্টি) জন চাষীদেরকে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার,বিতরণ করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ