মোঃ মাহফুজুর রহমান নড়াইল জেলা প্রতিনিধি ।
ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে নড়াইলের এন এস আই ফিল্ড অফিসারসহ চারজন ।
শুক্রবার ২১ আগষ্ট ২০২৫ রাত আনুমানিক ৮ টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার খরড়িয়া চরপাড়া গ্রামের সৌমেন্দ্রনাথ বিশ্বাস এর বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়। জানা যায়, অভিযুক্তরা ডিবি পুলিশের পরিচয়ে সৌমেন্দ্রনাথ বিশ্বাস এর বাড়িতে ঢুকে অবৈধ মালামাল আছে বলে তল্লাশি করে। এর পর ঘরে থাকা নগদ টাকা ও স্বর্নকার লুট করে চলে যায়। এর পর স্থানীয়দের সন্দেহ হলে পেড়লী পুলিশ ক্যম্পে খবর দিলে ইনচার্জ এস আই আজিজুর রহমান দ্রুত পুলিশ নিয়ে ঘটনা স্থলে পৌঁছে তাদের আটক করেন। আটকের সময় তাদের কাছে স্বর্নকার ও নগদ টাকা উদ্ধার করেন। আটকেরা হলেন, নড়াইল জেলা এন এস আই ফিল্ড অফিসার মোঃ ইয়াছিন হোসেন (২৭), তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামে। নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের আরিফুজ্জামান (২২), সুবুদী ডাঙা গ্রামের সোহাগ মোল্লা (৩৬), ও একই গ্রামের শাহরিয়ার জামান শশি (৩৫)। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম বলেন , ডাকাতির ঘটনার আটক চার জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ