আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে সরকারি খাস জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে গোলাম মোস্তফা (৫৪) নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ৩ মার্চ সন্ধ্যায় উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত মানপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে এই অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মানপুর এলাকার মৃত মোজাহার আলীর ছেলে গোলাম মোস্তফা কয়েকদিন ধরে সরকারি জমি থেকে ট্রাক্টরের সাহায্যে বালু তুলে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। গোপনসূত্রে এমন খবর পেয়ে নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় বাংলাদেশ সেনবাহিনীসহ পুলিশের একটি যৌথ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। অভিযানে সরকারি জমি থেকে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় বালু উত্তোলনের সঙ্গে জড়িত গোলাম মোস্তফাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ ৫০ হাজার টাকা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ