আবুল বয়ান, ধামাইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
ধামইরহাটে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ ৩ টি পরিবারের মাঝে সরকারি টিন বিতরণ করা হয়েছে। ৪ মে বিকেল সাড়ে ৪ টায় জাহানপুর ইউনিয়নের দক্ষিণ জাহানপুর সরকার পাড়া গ্রামের রফিকউদ্দিন মন্ডলের ছেলে গাফ্ফারুল ইসলামের নিকট সরকারি সহায়তার ২ বান্ডিল টিন হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ। গত ২১ মার্চ বিদ্যুতের লাইন থেকে অগ্নিকান্ডে গাফ্ফারুলে বাড়ী-ঘড় পুড়ে যায়। একই ইউনিয়নের ধানগোলা গ্রামের আলতাফের ছেলে নাজমুল ও নাসিমের নিকট সরকারি সহায়তার ২ বান্ডিল করে টিন হস্তান্তর করেন। গত ২৯ মার্চ বৈদ্যুতিক সংযোগ থেকে অগ্নিকান্ডে উভয়ের বাড়ী-ঘড় ও নাজমুলে ৩টি গরু পুড়ে মারা যায়। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে তাদেরকে আরও আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে ইউএনও জেসমিন আক্তার আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি কাবিখা ও কাবিটা প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ