ইমরান সরকার ষ্টাফ রিপোর্টার:-গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস শুকুর আলীর নেতৃত্ব, এস,আই জিয়াউল আলম, আখিরুল ইসলাম সংর্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে,গতকাল রবিবার রাত আনুমানিক ১ টার দিকে অভিযান চালিয়ে, ধাপেরহাট দক্ষিণ বন্দর,মহাসড়কের পশ্চিম পাশ সংলগ্ন ফারুকের একটি নির্মানাধীন বিল্ডিং থেকে মাদক সেবনের অভিযোগে ১১ জনকে ,গ্রেফতার করেছে পুলিশ
গ্রেফতারকৃতরা,,, গোবিন্দগঞ্জ উপজেলার দামোদরপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র সুজন(২৮)ও সিরাজুল ইসলাম এর পুত্র নুর মোহাম্মদ (৩০) তাজপুর গ্রামের জাহিদুল ইসলামের পুত্র আল- সবুর(৩৫) কাপাসিয়া গ্রামের আলম সরকারের পুত্র লিটন(২৮)বড় নারায়নপুর গ্রামের সাহারুলের পুত্র সাগর(৩২),তাজপুর গ্রামের নুরুজ্জামানের পুত্র নজরুল(৩২)তালুক কানুপুর গ্রামের শাজাহান আলীর পুত্র সাইদ আহমেদ(২৮), রংপুর গঙ্গাচরা তালুক ভবন গ্রামের হবিবুর রহমানের পুত্র মুতাসিম( ২৯) সাদুল্লাপুর উপজেলার খামার পাড়া গ্রামের সালামের পুত্র রবিউল ইসলাম(৩৫) হাসান পাড়া গ্রামের কছের আলীর পুত্র রায়হান(২৭)ও মধ্যপাড়া গ্রামের খোরছেদ আলীর পুত্র ফারুক( ৪০) বলে জানা গেছে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শুকুর আলী জানান, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।