মোঃ হেলাল পালোয়ান কমলনগর উপজেলা প্রতিনিধি:
মাগুরায় ৮বছরের শিশু আছিয়ার ধর্ষক ও সকল দর্ষকের বিচারের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয়তাবাদী ছাত্রদলের মানববন্ধনে অনুষ্ঠিত হয়। সোমবার(১০মার্চ) সকালে উপজেলার হাজির হাট উপকূল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল মানববন্ধনের আয়োজন করেন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক এম দিদার হোসেন, যুবদলের সদস্য এড.ফখরুল ইসলাম, মাঈন উদ্দিন তালুকদার থানা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু, সদস্য সচিব জাফর আহমেদ ভুইয়া, যুগ্ম আহবায়ক মাইদুল হাসান শামীম, আব্দুস সাত্তার, মাইন উদ্দিন তালুকদার, মেহেদী হাসান রায়হান, উপজেলা ছাত্রদল নেতা শিমুল, সাহেবের হাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন ও উপকূল কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী মিতু আক্তারসহ প্রমুখ।
ছাত্রী মিতু বলেন, আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশে বসবাস করছি, কিন্তু স্বাধীনভাবে বসবাস করতে পারছি না। এদেশে আমার মা-বোনের কোন নিরাপত্তা নেই। প্রতিদিন অহরহ ধর্ষণ, নারী নির্যাতন, নিপীড়ন বেড়েই চলছে। কোন ধর্ষণকারী সঠিক বিচার হচ্ছে না। আমরা চাই ধর্ষক যেই হোক কম সময়ে সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু বলেন, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, খুন, নারীদের হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এসবের বিরুদ্ধে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও কমলনগর রামগতির মাটি ও মানুষের নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান সোচ্চার হতে বলেন। আজকের মানববন্ধন থেকে শিশু আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচার দাবি করছি।
বিএনপির যুগ্ম আহবায়ক এম দিদার হোসেন বলেন, মাগুরায় শিশু আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন, এখান থেকে বলতে দিতে চাই, সরকার যেন অতিদ্রুত আছিয়ার ধর্ষকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দ্রুত বিচার করেন।
উপকূল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দাউদের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন, সদস্য সচিব ওসমান গনি।
প্রসঙ্গত, মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর, বোন জামাইয়ের দ্বারা ৮বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হন। সারাদেশে ধর্ষকদের বিচারের দাবিতে প্রতিবাদের ঝড় ওঠে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ