রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে দেশীয় অস্ত্র (রামদা,রড) নিয়ে মহড়া দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এমসি বাজার দখল করে চাঁদা তুলেছে যুবদল নেতা। ওই দলের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা যুবদলের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম। তিনি তেলিহাটি ইউনিয়নের মোলাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে।এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার ২ ঘণ্টার মধ্যে সন্ধ্যা ৬টায় , যুবদল কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করে।
ভিডিওতে দেখা যায়,মাইকে ঘোষণা দিচ্ছেন, আমি জেল থেকে এসে আপনাদেরকে বলেছিলাম,এখন থেকে এই বাজার নিয়ন্ত্রণ করব আমি জাহাঙ্গীর আলম,আর কেউ নয়,কে ইজারা নিল সেটা দেখার বিষয় না।আমি যা বলব ,আপনাদেরকে তাই করতে হবে, কেউ যদি আমার কথা অবাধ্য হন , তাহলে তাকে অনেক খেসারত দিতে হবে। এই মুহূর্তে আমার লোকজন আপনাদের কাছ থেকে খাজনা উঠাবেন, এবং আমি আশা করব, আপনারা সবাই সহযোগিতা করবেন।আমার নেতৃত্বে এই বাজার চলবে। আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন বেঁচে থাকব, ততদিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে।
এ সময় সেখানে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ করা হয়। এতে বাজারে ব্যবসায়ীসহ জনমনে আতঙ্ক দেখা দেয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাথায় লাল গামছা পেঁচিয়ে বিকেল পৌনে ৪টার দিকে জাহাঙ্গীর ও তার লোকজন বাজারে আসেন। তারা এমসি বাজার ইউর্টান থেকে মহাসড়কে মিছিল নিয়ে বাজারের উত্তর পাশে স্বপ্নপুরী হোটেলের সামনে এসে থামে। সেখানে একটি প্লাস্টিকের চেয়ারে দাঁড়িয়ে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। চাঁদা তোলার সময় জাহাঙ্গীর আলমের সঙ্গে অন্তত ৩০-৩৫ জন ছিলেন। তাদের বেশিরভাগের হাতে ছিল রাম দা, লোহার রড, ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্র। তারা আচমকা বাজারে এসে বাজার নিয়ন্ত্রণের ঘোষণা দিয়ে চাঁদা তোলা শুরু করে। ব্যবসায়ীদের কাছ থেকে ৩০০ থেকে ১০০০ টাকা করে চাঁদা আদায় করা হয়।
এ প্রসঙ্গে মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এগুলো কিছু না। দাও-টাও কিছু না। আমি খাজনা উঠাইছি না। এগুলো আরিফের লোক আইসা আমারে হেয় করার জন্য করছে। সে আমার বাড়ি ভাঙচুর করছিল, অফিস ভাঙচুর করছিল। পরে আজকে আমি তারে খুঁজতে গেছিলাম। তারে পাইছি না পরে চলে আসছি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘এ বিষয়ে অবগত হয়েছি। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।#
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ