সৈয়দ মোফাজ্জল আলী :
ওসমানীনগর সিলেট প্রতিনিধি-
ওসমানীনগরে হলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত বহু পুরাতন একটি ভবনে শুক্রবার মধ্য রাত
১২টা ৩০ মিনিটের সময় কয়েকজন কৃষকের জমা করা শুকনো খড়ের স্তুুপে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ওসমানী-নগর ফায়ার সার্ভিস মাঠ কর্মী মোহাম্মদ আতিকুল ইসলাম জানান,শুক্রবার রাত্র ১২টা ৩০ মিনিটের সময় হলিমপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ তায়েফ আহমেদের মাধ্যমে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস ওসমানী-নগর। খবর পেয়ে ৩০ মিনিটের মধ্যেই হলিমপুরে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৬ জন দক্ষ কর্মীর একটি দল। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। ওসমানীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: অপু মিয়া জাতীয় দৈনিক বিকাল বার্তাকে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। জানা যায়, আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে
আনতে বেশ বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের।প্রায় দেড়-ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্র দৈনিক বিকাল বার্তা- কে নিশ্চিত করেছে ।