শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ মঙ্গলবার (৪ মার্চ -২০২৫) দিনাজপুর সামাজিক বন বিভাগ, ও জেলা প্রশাসনের আয়োজনে "সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীগণের অংশগ্রহণে গাছ সুরক্ষা (গাছের পেরেক অপসারণ) কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য জেলা পুলিশ সুপার
মোঃ মারুফাত হুসাইন।
এ সময় উক্ত কর্মসূচিতে অংশ নেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর- এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)এস.এম হাবিবুল হাসান, বন বিভাগের সহকারী বন সংরক্ষক নূরুন্নাহার সাথী,সদর ফরেস্ট রেঞ্জার মান্নান হোসেন প্রমূখ। পরবর্তীতে সার্কিট হাউস রোডে বিভিন্ন গাছ হতে পেরেক অপসারণ কার্যক্রম শুরু করা হয়। এ বিষয়ে দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা জানান,গাছের জীবন আছে-গাছে পেরেক মারবেন না। গাছ থেকে পেরেক গুলো অপসারণ করা হবে। আগামীতে গাছে যেন কোনো ধরনের প্রচার- প্রচারণার জন্য লিফলেট ও ব্যানার পেরেক মেরে গাছে না টানানোর জন্য অনুরোধ জানাই। সরকার সিদ্ধান্ত নিয়েছে গাছ থেকে পেরেক অপসারণ করা হবে। ২৬ জেলায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্রবতীতে দেশের প্রতিটি জেলায় এই কার্যাক্রম চলমান থাকবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ