শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ সোমবার (৫ মে-২০২৫) বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার আয়োজনে বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়তা কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিকে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর জেলা শাখা সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১১টা পর্যন্ত আদালত প্রাঙ্গণে কর্মবিরতির কর্মসূচী পালন করে।
কর্মসূচী চলাকালীন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার আহবায়ক জেলা নাজির তোফায়েল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নায়েব নাজির মোঃ শাহিন সেরেস্তাদার মোঃ এনামুল ইসলাম, সেরেস্তাদার মোঃ জিল্লুর রহমান, দিনাজপুর বিচার বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন। কর্মবিরতী উপলক্ষে মানববন্ধনে দাবী সমূহ উত্থাপন করে কেন্দ্রীয় কর্মসূচীর ধারণাপত্র পাঠ করেন নাজির রমজান আলী। তারা বলেন বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণের নিয়োগ, বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করতে হবে। এই দুই দফা দাবী অধস্তন আদালতের কর্মচারীগণের উপযুক্ত দাবী অবিলম্বে বাস্তবায়ন করে দীর্ঘদিনের সৃষ্ট বৈষম্য দূর করার জন্য সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।