হিমংপ্রু মারমা হাইসিং
থানচি (বান্দরবান) প্রাতিনিধি।
দীর্ঘ ১৬ বছর সৈরাচার সরকার পতনের পর দেশের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে বান্দরবানের থানচিতে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) বেলা ১১টায় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) ব্যবস্থাপনায়, ট্রেনিং মাঠ সংলগ্ন সভা কক্ষে গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্রালাকার সর্বসাধারণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা লক্ষ্যে জোন অধিনায়ক ও পরিচালক সভাপতিত্বে এই গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতিক যারা আইনশৃঙ্খলা অবনতি ঘটানো চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর হাতে দমন করা হবে। চাঁদাবাজি করে এলাকার বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিহত করা হবে। এলাকার মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান বলিপাড়া জোন অধিনায়ক ও পরিচালক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন, পিএসসি। তিনি আরো বলেন, দেশ তথা এলাকার উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দল মত নির্বিশেষে দেশের হয়ে কাজ করতে হবে। দেশের ও এলাকার মানুষের জন্য জোনের পক্ষ থেকে সব সময় সাহায্য সহযোগিতা থাকবে।
এসময় বলিপাড়া জোন, সহকারী পরিচালক মোঃ ইমদাদ, থানচি থানা, এস আই মোঃ আলমগীর, সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো, বলিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াঅং মারমা, তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা, ধর্মীয় গুরু, ফাদার শীতল রোজারিও সিএসসি, ধর্মীয় গুরু ভান্তে, জ্ঞান শ্রী মহাথের, সাংবাদিক, জনপ্রতিনিধি, থানচি ও বলিবাজার পরিচালনা কমিটি ও সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।