নিজস্ব প্রতিবেদক:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকতার বিরুদ্ধে নানা বিধ অভিযোগের ভিত্তিতে ইউএনওর অপসারণ চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ছাত্র ও জনতার পক্ষে ছাত্র প্রতিনিধি হয়রত আলী ।২৬ ফেব্রুয়ারি ছাত্র ও জনতার পক্ষে ছাত্র প্রতিনিধি হয়রত আলীর স্বাক্ষরিত একটি আবেদন সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে।
অবেদনের প্রেক্ষিতে জানা যায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফজলে রাব্বি কর্মচারী সহ জনসাধারন ও অনান্য কর্মচারীর সাথে অশালীন ব্যবহার সহ কর্মচারীর গায়ে হাত তুলেন । অভিযোগে আরও জানা যায় অভিযুক্ত ইউএনও মাদকাসক্ত অসুস্থ মুস্তিষ্কের ব্যাক্তি ।
এছাড়াও অভিযোগে ১০ টি পয়েন্ট উল্লেখ্য করে আবেদন জানানো হয় । এর আগেও একাধিক বার ইউএনও ফজলে রাব্বির বিরুদ্ধে অভিযোগ এনে ৪ নং শালবাহান ইউনিয়নের চেয়ারম্যান ফেইসবুকে লাইভে অভিযোগ করেন। এরপর তেঁতুলিয়ার ছাত্র সমন্বয়ক হয়রত আলী ফেইসবুকে ফজলে রাব্বিকে অপসারনের অভিযোগ তুলেন।
গত ২৫ তারিখ গভীর রাতে উপজেলার ছাত্রনেতা হামিদুল হাসান লাবুর নেতৃত্বে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। এসময় হামিদুল হাসান লাবু বলেন অভিযুক্ত ইউএনও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অশালীন আচরণ করেন। পথসভায় ২৪ ঘন্টার মধ্যে ইউএনও অপসারণের দাবি জানানো হয়।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো: সাবেত আলী বলেন আবেদনের প্রেক্ষিতে ইউএনওকে অপসারণ করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ