সুমাইয়া সুলতানা কয়রা (খুলনা)
তীব্র তাপপ্রবাহে প্রায় এক হাজার ভ্যানচালক, শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ করেছে কয়রা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংক।এসময় সময় হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় সচেতনতা মূলক ক্যাম্পাইন পরিচলনা করা হয়।
রবিবার (২৮ এপ্রিল) উপজেলা সদর বাজার এলাকায় ভ্যানচালক, শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম চালানো হয়।
এতে উপস্থিত ছিলেন কয়রা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের সাধারণ সম্পাদক নায়মুল হুদা রনি, এসময় আরো উপস্থিত ছিল সাকিব, মাহিন উদ্দিন, সাব্বির হোসেন, রিফাত, সজীব, ফাহিম, শাহিন, রাকিবুল শুভ, নাহিদ ইসলাম, আল-আমিন
পানি ও খাবার স্যালাইন পেয়ে ২নং গ্রামের ভ্যান চালক মজিবুর রহমান বলেন, ‘এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে যে খাবার পানি উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।তাদের কার্যক্রমে আমি মুগ্ধ,আগে কেহ গরমে এভাবে খাবার পানি বিতরণ করেনি।আল্লাহ'র কাছে তাদের জন্য মন ভরে
দোয়া করেছি।
কয়রা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের সাধারণ সম্পাদক নায়মুল হুদা রনি বলেন,তাপপ্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, ভ্যানচালকদের কিছুটা স্বস্তি দিতে এ ক্ষুদ্র প্রয়াস। বিশেষ করে জনসাধারণের মাঝে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে।গত ৩ দিনে আমরা এলাকার প্রায় পনের শত মানুষ কে বিনামূল্যে খাবার পানি ও স্যালাইন সরবরাহ করেছি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ