মাহাবুব আলম
স্টাফ রিপোর্টার ।
পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে সাংবাদিক পরিবারের সদস্যদের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে আয়োজন করা হয়েছে গণমাধ্যমকর্মী পরিবারের ক্রীড়া বিনোদন। জেলা প্রশাসক মোঃ সাবেত আলী’র সার্বিক সহযোগিতায় শুক্রবার (২৪ জানুয়ারি) পঞ্চগড় জেলা স্টেডিয়াম মাঠে গণমাধ্যম কর্মীর সন্তানদের খেলাধুলার এক ব্যতিক্রম অনুষ্ঠান আয়োজিত হয়েছে, সকাল ৯.৩০ থেকে বিকাল ৪.৪০ মিনিট পর্যন্ত।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, পঞ্চগড় জেলা প্রশাসক মো, সাবেত আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস,এম,শফিকুল ইসলাম প্রমুখ।
খেলাধুলা চলাকালীন আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম (কাচ্চু),বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মো: তৌহিদুল ইসলাম,পঞ্চগড় জেলা জজ আদালতের (পিপি) এ্যাড.আদম সুফি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, শিশুদের বিনোদন শেষে দ্বিতীয় অধিবেশনে শুরু হয়, মিসেস সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতা দুর্ভাগ্য বালিশ খেলা, গণমাধ্যম কর্মীরা ফুটবল পেনাল্টি শুট ও হাড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়। সকালের নাস্তা ও দুপুরের খাবার এর ব্যবস্থা ছিলো গণমাধ্যমকর্মী-পরিবারের জন্য। আয়োজিত ক্রীড়া বিনোদন গণমাধ্যমকর্মী পরিবার ক্রীড়া বিনোদন সুন্দর মনোরম ভাবে উপভোগ করেছেন। সবশেষে পুরুস্কার হাতে তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইমাম রাজী টুলু।
ক্রীড়া বিনোদন পরিচালনায় ছিলেন- মো: ইনসান সাগরেদ, মো:লুৎফর, মোঃআব্দুর রহমান, মো:রাশেদুজ্জামান রাশেদ,মো: আব্দুর রউফ,মো:সরকার হায়দার সহ সাংবাদিকবৃন্দ অনেকেই।