মনোয়ার হোসেন সেলিম
নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলার ডিমলা উপজেলার আসন্ন পরিষদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার সকাল ১০ ঘটিকা হতে বিভিন্ন স্হানে গণ সংযোগ প্রচার করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী সকলের জনপ্রিয় মানুষ, গরীব দুঃখী মানুষের নেতা, ডিমলা স্মার্ট করার লক্ষ্যে, সাবেক প্রধান শিক্ষক পশ্চিম খড়িবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও সাবেক উপকর কমিশনার এবং বিশিষ্ঠ সমাজ সেবক ও ৫ নং গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক দুইবার সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুর রহমান।
নির্বাচনা গণসংযোগ শুরুতে রহমানগঞ্জ বাজার, টুনিরহাট, ডোঙ্গোর বাজার নির্বাচনী প্রচারনা করেন। এছাড়া ডাঙ্গারহাট, ছাতনাই বালাপাড়া, শোভানঞ্জ বাজার, আদর্শ গ্রাম সহ দক্ষিণ বালাপাড়া গনসংযোগ করেন।
তাছাড়া আরো প্রচারনা করেন আদর্শ বাজার, নতুন বাজার, ফারুকের চৌপথি, খগারহাট, আদাবাড়ী সহ মতির বাজার বিভিন্ন ব্যবসায়ী ও সাধারন জনতার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
বিভিন্ন গ্রাম -গঞ্জের মা ও বোনদের কাছে দোয়া ও আর্শিবাদ আশা করেন।
তিনি জানান, আমি যদি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে ডিমলা উপজেলা কে স্মার্ট ডিমলা রুপান্তরিত করবো, গরীব ও সাধারন মানুষের পাশে সর্বদা থাকবো এবং সার্বিক সহযোগিতার করবো ইনশাআল্লাহ।
বিভিন্ন বেকারত্ব যুবক ও অসহায় মহিলা মা বোনদের কর্মসংস্থান ব্যবস্হা করে দিবো। তিনি আরো বিভিন্ন প্রতিশ্রুতি দেন এবং তা বাস্তবায়ন করার অঙ্গিকার করেন।
বিভিন্ন পেশা শ্রেণীর লোকজনের সাথে কৌশল বিনিময় করেন।
সর্বশেষ সকলের নিকট দোয়া ও ভোগ চেয়ে এবং সফর সঙ্গীদের নিয়ে ইফতার করেন।