রাশেদ ইসলাম, বিশেষ সংবাদদাতাঃ
জয়পুরহাটে টাস্ক ফোর্স এর পক্ষ থেকে রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিং অনিয়মে জেলার পাঁচবিবি বাজারে বিভিন্ন ব্যাবসায়ীদের অনিয়মের কারণে জরিমানা করা হয়েছে।
জয়পুরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আকতার চৌধুরীর নির্দেশে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য মনিটরিং এর অংশ হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পাঁচবিবি উপজেলার কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস করা হয়,এ ছাড়া বিভিন্ন দোকানের পরিস্কার পরিচ্ছন্নতা দেখা হয়। ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা প্রদান করা সহ, মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা ও দেওয়া হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুর রউফ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা কালে ০৮ টি মামলায় মোট ৮,৫০০/- অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়াও সহকারী কমিশনার ভূমি, পাঁচবিবি কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা কালে ০৩ টি মামলায় মোট ২,৩০০/- অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয় ও উপজেলা নির্বাহী অফিসার, আক্কেলপুর কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে না ঢেকে ইফতার বিক্রি এবং অতিরিক্ত মূল্য রাখায় আক্কেলপুর উপজেলায় ৩ দোকানদারকে ২,০০০ টাকা জরিমানা করা হয় এবং উপজেলা নির্বাহী অফিসার, কালাই কর্তৃক কালাই এর মোসলেমগঞ্জ হাট বাজার মনিটরিং এর অংশ হিসেবে পরিদর্শন করা হয়।এসময় মূল্য তালিকা পরিদর্শন না করা, মেয়াদ না লিখা পন্য বিক্রি করার জন্য ৩ টি দোকান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৯ ধারায় ৫০০০/- জরিমানা করা হয়।বৈরাগীর মোড়ে একটি বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বেকারী পণ্য উৎপাদনের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩০,০০০/- জরিমানা করা হয়।
পাঁচবিবি বাজার মনিটরিং এ উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ক্যাব এর সভাপতি আব্দুস ছামাদ সরদার সহ জেলার উর্ধতন কর্মকর্তা বৃন্দু।