ঝিনাইদহ(কালীগঞ্জ)প্রতিনিধি,মোঃ মাহাবুবুর রহমান।
ঝিনাইদহ কালীগঞ্জ এিলোচনপুর ইউনিয়নের লাউতলা বাজারে আজ২৭/২/২০২৫ ইং বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হচ্ছে মাছের মেলা।
মেলাটি বিকাল থেকে রাত পর্যন্ত চলবে।
উক্ত মেলায় বিভিন্ন সাইজের মাছ পাওয়া যাচ্ছে।
এই মেলার ঐতিহ্য সেটি হলো বড় মাছ,রুই কাতলা সিলভার কার্প বড়বড় তেলাপেয়া সহ আরো অনেক ছোট ছোট মাছএর মেলা ঐতিহ্যবাহী হিসেবে পরিচিত
লাভ করেছে।
অনেক ক্রেতা ও
এই মেলায় অংশগ্রহণ করে কেনাকাটা করেন।
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার আরও ১০-১৫ বিভিন্ন স্ট্যান্ড এলাকায় ছোট ছোট মাছের মেলা অনুষ্ঠিত হয়।