কালিগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (২১ মার্চ) ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আজিম-উল-আহসান, বিপিএম-সেবা, জেলার অপরাধ পরিসংখ্যান,অপরাধ নিবারণ,আইন-শৃঙ্খলা পরিস্থিতি,মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন।
তিনি সকলকে সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ ইমরান জাকারিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ),জনাব মুহাম্মদ মহিদুর রহমান (ক্রাইম এন্ড অপস),জনাব মোঃ মুন্না বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার,কোটচাঁদপুর সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ গণ সহ পুলিশের ঊর্ধ্বতন অফিসার বৃন্দ।