ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সজীব মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সাংবাদিকবৃন্দ। সোমবার (২৫ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকবৃন্দের কাছ থেকে তাদের গণমাধ্যমসমূহের বিষয়ে খোঁজখবর নেন এবং সবাই তাদের পরিচয় পেশ করেন। পরে সাংবাদিকবৃন্দরা জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় পেশাগত দায়িত্ব পালনে জেলা প্রশাসকের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করে সাংবাদিকবৃন্দরা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার একঝাঁক তরুণ, শিক্ষিত ও পরিচ্ছন্ন সাংবাদিকদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতি গঠিত হয়েছে। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি মো. জুয়েল মিয়া, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ শাহ, মো. রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়া, সদস্য মো. খোকন ,মেহেদী রহমান মোল্লা এবং অলিউল্লাহ। উল্লেখ্য যে, ‘বস্তুনিষ্ঠতা সাহসিকতা জনস্বার্থে’ স্লোগানকে সামনে রেখে চলতি বছরের ২৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির প্রথম আংশিক কমিটি গঠিত হয়। এর আগে গত বছরের ২১ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ হয়।