বিকাল বার্তা প্রতিনিধি>>
জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে নগরীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর বিশাল গণমিছিল বের করে।শুক্রবার বাদ জুমআ’ নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে গণমিছিল শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে সমাবেশের মাধ্যমে উক্ত কর্মসূচি শেষ হয়।কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপত্বিতে ও মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজুর সঞ্চালনায় গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্য শরীফ মাহমুদ বলেন, আমরা লক্ষ্য করছি বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্রজনতার রক্ত নদী পেরিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু সেই বাংলাদেশে এখন পর্যন্ত খুনিদের বিচার আমরা লক্ষ্য করিনি। তিনি বলেন, প্রয়োজনে বাংলাদেশের লক্ষ ছাত্রজনতা আবার রক্ত দিবে কিন্তু বাংলাদেশে আর ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবেনা। তিনি আরো বলেন, যারা ফ্যাসিবাদী আওয়ামীলীগকে বাংলাদেশে পুনরায় পুনর্বাসনের চেষ্টা করছেন, তারা জাতীর কাছে মীরজাফর হিসেবে ইতিহাসে নাম লেখাবেন।
সভাপতির বক্তব্য শাহীন আহমদ বলেন, ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতির বিচার করতে হবে। যদি অন্তর্বর্তী সরকার বিচার না করে তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা দিয়ে যে দুঃসাহস করেছে তাদের এ দুঃসাহস দুঃস্বপ্নে পরিণত হবে। তিনি বলেন, যারা নতুনভাবে ফ্যাসিবাদ কায়েম করার পথ বেছে নিচ্ছেন তাদেরকেও ছাত্রজনতা প্রতিহত করবে।
সমাবেশে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি তারেক মনোয়ার, সিলেট জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদ, সিলেট জেলা পশ্চিম সভাপতি মনিরুজ্জামান পিয়াসসহ মহানগর নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ