নিজস্ব প্রতিনিধি:
দেশের সকল সরকারী,বে-সরকারী প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে রাখা বাধ্যতামুলক হলেও দিনাজপুর জেলার খানসামা উপজেলার সচিববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষমতাবান প্রধান শিক্ষিকা লক্ষী রানী তার অফিস কক্ষে ছবি দুটি না টাঙিয়ে দীর্ঘদিন অবহেলা অনাদরে ছোট্ট আলমারির উপর রেখে দিয়েছেন। জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননায় বিদ্যালয়ের অভিভাবকসহ সচেতনমহল প্রধান শিক্ষকের উপর ফুঁসে উঠেছেন।
আজ বুধবার ৮ই মে সকাল ১১ টা সময় ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অফিস কক্ষে গিয়ে দেখা যায় ছবি দুটি শিক্ষকদের বসার চেয়ারের দুই দিকে চরম অবহেলায় পড়ে আছে। বিষয়টি প্রধান শিক্ষিকাকে জানালে তিনি অঙ্গ ভঙ্গিমায় সাংবাদিকদের জানান-আসলে আমি ওয়ালে পেরেক মারতে পারতেছিনা তাই লাগাতে পারিনি। আর ছবি মাথার উপর টাঙিয়ে রাখতে হবে এই বিষয়ে আমি এতকিছু জানিনা। জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি সকল প্রতিষ্ঠানে টাঙিয়ে রাখা বাধ্যতামূলক এ ব্যাপারে জানা আছে কিনা এমন প্রশ্নে প্রধান শিক্ষিকা বলেন সবকিছু সবার জানা থাকলেও পালন করে কজন ? শ্রেনী কক্ষে গিয়ে ছাত্র ছাত্রীদের নতুন শপথ বাক্য জানে কি না জানতে চাইলে একজন শিক্ষার্থীও বলতে পারেন না শপথ বাক্য।
এমতাবস্থায় প্রধান শিক্ষিকা শপথ বাক্য জানে কি না জানতে চাইলে তিনি বলেন, আমার মনে নেই বলতে পারলেন না শিক্ষা মন্তীর নাম ও। এ বিষয়ে অভিভাবকসহ সচেতনমহল প্রধান শিক্ষকের উপর ফুঁসে উঠেছেন তিনি নিজেই জানেন না শপথ বাক্য ও শিক্ষা মন্তীর নাম দেশের শিক্ষা ব্যবস্থা আজ কোথায় দাঁড়িয়েছে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক খানসামা উপজেলা আওয়ামীলীগের একজন সদস্যের কাছে জানতে চাইলে তিনি বলেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবির অবমাননাকারী দেশের প্রচলিত আইনে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তার বিরুদ্ধে দ্রত শাস্তিমূলক ব্যবস্থা নেয়া উচিৎ।
এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনুপম ঘোসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ