মোঃ বেলাল হোসেন,জেলা প্রতিনিধি জয়পুরহাটঃ জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় জেলা তাঁতী দল জেলা শহরে একটি র্যালি বের করে। র্যালিটি জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলার শহীদ ডা. আবুল কাসেম ময়দানে আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহবায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, বিএনপি নেতা মতিয়র রহমান, জাতীয়তাবাদী তাঁতী দলের কালাই উপজেলার আহবায়ক মনজুরুল হক, ক্ষেতলাল উপজেলার আহবায়ক সুজাউল হোসেন, শহর ছাত্রদলের আহবায়ক গোলাম মাহফুজ প্রমুখ।
এ সময় বক্তারা খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ বাংলাদেশের তাঁতিদের মান উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান। একই সাথে জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবর রহমানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানান।
এর আগে সকাল ৮ টায় শহরের ২নং স্টেশন রোডে শহর বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন সাবেক এমপি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী গোলাম মোস্তফা। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ