মোঃ রাশেদ ইসলাম, বিশেষ সংবাদদাতা, জয়পুরহাটঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার আসিফ আল জিনাত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্ষেতলাল থানার এস আই (নিঃ) মোঃ মন্টু রহমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা। এ সময় উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু, বিএনপির সাবেক সভাপতি রওনকুল ইসলাম টিপু চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর ও তৈয়বুর রহমান,মুক্তি যোদ্ধা মোফাজ্জল হোসেন, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মির স্বয়ন, কুদ্দুস, খোরশেদ আলম, ছাত্র প্রতিনিধি মোঃ শাহিনুর আলম, মোঃ শাহিদুল ইসলাম (সাহিদ),
আইন-শৃঙ্খলা কমিটির সকল দপ্তরের সদস্য ও সাংবাদিক আজিজার রহমান আজকের পত্রিকা, আজিজুল হক আজকালের খবর, আ ন,ম রুহুল আমিন (চিশতী) দিনকাল,এস কে মুকুল দৈনিক যায়যায়দিন প্রতিনিধি উপস্থিত ছিলেন।