আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট থেকে।
আজ থেকে জকিগঞ্জ থানা পুলিশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পরিবর্তনের কারণে থানার কার্যক্রম স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ পুলিশ কে নির্দেষ দিয়েছিলেন ১৫ আগস্ট বৃহস্পতিবার এর মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করার জন্য। তারই ধারাবাহিকতায় জকিগঞ্জ থানার সকল সদস্য ১৫ আগস্ট এর মধ্যে কর্মস্থলে যোগ দান করে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো:আবদুল লতিফ তরফদার বলেন, আমাদের সকল পুলিশ সদস্য ১৫ আগস্টের মধ্যে কর্মস্থলে যোগদান করেছেন। এখন থেকে থানা পুলিশের যাবতীয় সেবা দিতে আমরা প্রস্তুত। আমাদের নিয়মিত টহল সহ যাবতীয় কার্যক্রম সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। জকিগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই আমরা আপনাদের পাশে ছিলাম পাশে থাকবো সবসময় ইনশাআল্লাহ।