আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট থেকে।
মুসলিম জাতির প্রথম কিবলা মসজিদে আল আকসা কে মুক্ত করার শপথ নিয়ে কোরআনিক ফাউন্ডেশন জকিগঞ্জ গতকাল আয়োজন করে “হৃদয়ে আল আকসা কনফারেন্স।কোরআনিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা ফুজায়েল আহমেদর সভাপতিত্বে শুরু হওয়া কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উদীয়মান তরুণ আলেমেদ্বীন বিশিষ্ট মুফাসসিরে কোরআন মাওলানা আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ।
তিনি বলেন, মসজিদে আল আকসাকে হৃদয়ে লালন করা,থাকে ভালোবাসা,প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। আমরা দল ও মতের উর্ধে উঠে ফিলিস্তিনের নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো,তাদেরকে সহযোগিতা করা,তাদেরকে সাপোর্ট করা আমাদের কর্তব্য।
বিশিষ্ট আবৃত্তিকার ও উপস্থাপক আলী হাসান খান ইমনের সঞ্চালনায় মাধ্যমে শুরু হওয়া কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আফতাব আহমদ,উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার আব্দুস শুকুর, জনপ্রিয় নাশিদ শিল্পী শেখ এনাম,আকরাম বিন বাহার, সায়মান সায়েম,ক্বারী আবু রায়হান, কোরআনিক ফাউন্ডেশনের সকল দায়িত্বশীল ও জকিগঞ্জের সর্বস্তরের তৌহিদী জনতা।
জনপ্রিয় নাশিদ শিল্পী শেখ এনাম মসজিদে আল আকসা নিয়ে সম্মিলিত নাশিদ পরিবেশন করেন। তার নাশিদের সময় তৌহিদী জনতা ফিলিস্তিনের পক্ষে মুহুর্মুহ স্লোগানে পুরো মাঠ কাঁপিয়ে তোলেন। সবশেষে মসজিদে আল আকসা কে মুক্ত করার শপথ নিয়ে সবাই ঘরে ফিরে যান।