নিজস্ব প্রতিবেদকঃ
আজ ২৯ মার্চ শুক্রবার আলোর দিশারী মানবাধিকার সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে এক ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোর দিশারী মানবাধিকার সমাজকল্যাণ সংস্থার সহ-সাধারন সম্পাদক জনাব আক্তারুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মাসুম শেখ,সাংগঠনিক সম্পাদক গোবিন্দ রায়, আলোর দিশারী মানবাধিকার সমাজকল্যাণ সংস্থার কন্ট্রোল রুম তাইজুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক মহাসিন ইসলাম জনি ও বিভিন্ন স্তরের কর্মীগণ। অতিথিদের বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন জনাব আক্তারুজ্জামান। এরপর, সংস্থার কর্মী-সংগঠক মিলে চিতলমারী-নালুয়া এলাকার ১০০ জন গরিব রোজাদারদের মধ্যে ইফতারির প্যাকেট বিতরণ করা হয়। এ নিয়ে জনগণের মধ্যে সন্তোষ লক্ষ্য করা গেছে।