বিশেষ প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের নিয়াগুল গ্রামে মো. ইব্রাহিম (৪২) খুন হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টায় নিয়াগুল গ্রামে এই খুনের ঘটনা ঘটে।
নিহত মো. ইব্রাহিম (৪২) নিয়াগুল গ্রামের হোসেন আহমদ ওরফে হুরু হুনার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সালুটিকর গোয়াইনঘাট সড়ক সংলগ্ন নিয়াগুল গ্রামের হোসেন আহমদের ছেলে রুহুল আমিন ওরফে জলাই ও ইব্রাহিমের মধ্যে দুই শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টায় বিরোধপূর্ণ জমিতে দুই ভাইয়ের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রুহুল আমিন ওরফে জলাইয়ের হাতে থাকা একটি রড দিয়ে ছোট ভাই ইব্রাহীমের গলায় কোপ দেন। এতে ইব্রাহীম মাটিতে লুটিয়ে পড়েন এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ইব্রাহিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ঘাতক বড় ভাই রুহুল আমিন ওরফে জলাই তার স্ত্রী রাবেয়া বেগমসহ আসামিরা পালিয়ে যান। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করেছে। এদিকে ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিয়াগুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইয়ের মারামারির ঘটনায় ছোট ভাই নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মূল ঘাতকসহ জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ