সাদিকুর রহমান, বিশেষ প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্স অভিযানে ২৫৪ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করা হয়েছে।
রবিবার ২৩ জুন দুপুর ১:০০টা থেকে বিকাল ৬:৩০ টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের সোনাটিলায় বিভিন্ন বাড়িতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে মোট ২৫৪ বস্তা অর্থাৎ ১২ হাজার ৭০০ কেজি ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ৫ হাজার টাকা। উক্ত মালামালসমূহ আইন ও বিধি মোতাবেক নিলাম কার্যক্রম পরিচালনার মাধ্যমে তার অর্থ সরকারি কোষাগারে জমাদানের নিমিত্ত তামাবিল শুল্ক কর্তৃপক্ষের জিম্মায় প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইদুল ইসলাম। টাস্কফোর্সের অভিযানে তামাবিল শুল্ক কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন গুদাম কর্মকর্তা (সহকারী রাজস্ব কর্মকর্তা) জনাব মো: মামুন শেখ; ৪৮ বিজিবি, সিলেট এর প্রতিনিধিত্ব করেন নায়েব সুবেদার মো: শহিদুল আলম এবং জাফলং থানা পুলিশের পক্ষে এসআই জনাব ফখরুল ইসলাম। অভিযান চলাকালে স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ও চোরাচালান প্রতি গোয়াইনঘাট উপজেলায় টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ