ইমরান সরকার স্টাফ রিপোটার:- গাইবান্ধার-গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ পরিবারকে আমীরে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও নিহত পরিবারে সমবেদনা জানানোর জন্য অনুষ্ঠানের আয়োজন করে,,,, ০১ এপ্রিল সোমবার গাইবান্ধা জেলা জামায়াতের উদ্যোগে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ টি পরিবারকে আর্থিক সহায়তা ও নিহত পরিবারে সমবেদনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাবেক জেলা আমীর ও বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর, গাইবান্ধা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জননেতা মো. আব্দুল করিম, জেলা নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, জেলা রাজনৈতিক সেক্রেটারি ও পলাশবাড়ী উপজেলার সাবেজ চেয়ারম্যান মাওলানা অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সহকারি সেক্রেটারি জনাব সৈয়দ আব্দুস সালেক, জেলা কর্মপরিষদ সদস্য মো. ফয়সাল কবির রানা, গোবিন্দগঞ্জ উপজেলার নায়েবে আমীর জনাব আবুল কালাম আজাদ, পলাশবাড়ী কর্মরিষদ সদস্য মাওলানা একরামুল হক ও জামায়াত নেতা গোলাম মোস্তফা, গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মশিউর রহমান প্রমূখ। *প্রধান মেহমান মাওলানা আবদুল হালিম তার বক্তব্যে বলেন, "মৃত্যুর ফায়সালা আল্লাহর তাই এই সিদ্ধান্ত মেনে নিতে হবে। যতটা সম্ভব স্বাভাবিক থাকতে হবে। শোকে শোকাহত হয়ে ভারসাম্য হারানো যাবে না। সড়ক দুর্ঘটনা দুঃখজনক। বেপরোয়া গাড়ি চালানোর কারনে সড়ক দুর্ঘটনায় অনেক পরিবারে দুঃখ-দুর্দশা নেমে আসে। মৃত্যু যেকোন সময় যে কোনো জায়গায় হতে পারে। আমাদেরকে ভালো মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে ও নেক আমল করতে হবে। আল্লাহর কাছে মা, বাবা, স্ত্রী ও মেয়ে হিসাবে তাদের জন্য দোয়া করতে হবে। জামায়াতে ইসলামী এমন দল যারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করে মানুষের হক মানুষকে ফিরিয়ে দিতে চায়। অসৎ কর্ম ও দূর্নীতির কারনে সমাজে মানবসৃষ্ট দূর্ভিক্ষ হয় তাই সৎ পথে চলতে হবে। মানুষের কল্যানে কাজ করতে হবে। দূর্নীতিবাজ ও সমাজবিরোধীদেরকে প্রত্যাখ্যান করতে হবে। যেখানেই মানুষ বিপদে পরে, প্রাকৃতিক দূর্যোগসহ সব ক্ষেত্রে জামায়াত মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করে। ইতিপুর্বে গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্থ এমনকি সনাতন ধর্মাবলম্বীদের পরিবারেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।" তিনি আরও বলেন, "আর্থিক সহায়তা কোনো কৃতিত্ব নয় বরং এটা আমাদের দায়িত্ব। এটা জনগণের অধিকার। আমীরে জামায়াত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রায় সকলে জেলে গেছেন জুলুম নির্যাতন সহ্য করেছেন, শাহাদাত বরণ করেছেন। আমরা জীবন দিয়ে হলেও এদেশে কল্যান মুলক সমাজ প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী কারও রক্ত চক্ষুকে ভয় পায় না।" নিহতের ৪ পরিবারকে আমীরের জামায়াতের পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ৫০০০০/= (পঞ্চাশ হাজার টাকা) করে মোট ২,০০,০০০/= (দুই লক্ষ টাকা) আর্থিক সহায়তা প্রদান করেন। যে সকল পরিবারকে সহযোগিতা প্রদান করা হয়,,,, (১) গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমার গাড়ী গ্রামের মো. মজিবর রহমান এর পুত্র ইজি বাইক চালক মোঃ আশরাফুল ইসলাম (৩৫)। (২)পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হরিনাবাড়ীর ভোলামিয়ার পুত্র মো. মোত্তালিব প্রধান (৫০)। (৩) গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমার গাড়ী গ্রামের পিতা আজিজুল হকের পুত্র মোঃ বেলাল (৫০), (৪) একই গ্রামের আব্দুস সাত্তার মিয়ার পুত্র মোঃ সবুজ মিয়া (৩৮)। উল্লেখ্য যে উক্ত ০৪জন ব্যক্তি বাজার খরচ করার উদ্দেশ্যে ১০ রমজান ২১ মার্চ /২৪ইং তারিখে পার্শ্ববর্তী নাকাই হাট বাজারে যান এবং বাজার করে ফেরার পথে বড়পুল নামক স্থানে পৌঁছুলে পিছন দিক থেকে আসা মাটির হাঁড়ি ভর্তি একটি নসিমন স্ব-জোরে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই ইজিবাইকের চালক আশরাফুল ইসলাম মারা যান এবং অন্যরা গুরুতর আহত হন, আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ