সোহাগ সেন, জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জে সদর উপজেলা পরিষদ নির্বাচনের তপশিল ঘোষণার পর চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা জমে উঠেছে।
এরই ধারাবাহিকতায় অসাম্প্রদায়িক চেতনায় এই প্রতিপাদ্দে আজ মঙ্গলবার সকালে চেয়ারম্যান প্রার্থী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বর্তমান সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিতিশ রায় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা, আলোচনা সভা ও গণসংযোগ এবং লিফলেট বিতরণ সহ বাড়ি-বাড়ি এবং বিভিন্ন হাটবাজারে আদালত চত্তরে পৌর এলাকায় গিয়ে ভোট প্রার্থনা করেন।
এসময় জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে চেয়ারম্যান প্রার্থী নিতিশ রায় বলেন, আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে গোপালগঞ্জ সদর উপজেলাকে মাদকমুক্ত করাসহ রাস্ত-ঘাটের উন্নয়ন ও যুব সমাজ এবং নারী উন্নয়নে ভূমিকা রাখবো। প্রথমবারের মত এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ উপজেলাকে উন্নয়নের রোল মডেল ও গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করবো। আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।