হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় গাফুর যোগ রাউফ আস্তানা চিশতীয়া দরবার শরীফে আজ এক বিশাল আধ্যাত্মিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল দরবার শরীফের ৪৮তম বার্ষিক মহা সম্মেলন ও হালকায়ে জিকির মাহফিল।
এই বছর, সম্মেলনটি ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়, যা ১৪ই ফাল্গুন ১৪৩১ বাংলা তারিখে ছিল। দিনটি ছিল ফাল্গুন মাসের ২য় বৃহস্পতিবার।
সারা দেশ থেকে হাজার হাজার ভক্ত এবং অনুসারীরা এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। এই অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, জিকির এবং মোনাজাতের আয়োজন করা হয়। বিশিষ্ট বক্তারা ইসলাম এবং সুফিবাদের উপর মূল্যবান বক্তব্য রাখেন।
এই বছরের বিশেষ আকর্ষণ ছিল ফুলদিঘী হাট ও বেগুনগ্রাম সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা হযরত খাজা শাহ মাওঃ মোঃ আব্দুর রউফ চিশতী (রঃ) এর বিশেষ মোনাজাত এবং শরীয়ত ও তরিকত সম্পর্কে তাঁর মূল্যবান বক্তব্য।
এছাড়াও, পীরজাদা খাজা শাহ মাওঃ মোঃ রুহুল কুদ্দুস চিশতী, মোতাওয়াল্লী, বি.এ (অনার্স), এম.এ. ইসলামিক স্টাডিজ (রাজশাহী বিশ্ববিদ্যালয়) সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই সম্মেলনটি প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং এটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক মিলনমেলা।