আরিফুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার খোকসায় হারানো মালামাল উদ্ধার করে প্রকৃত মালিককে হস্তান্তর করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) উদ্ধারকৃত মালামাল প্রকৃত মালিক মোছাঃ আখি খাতুন(২০)-কে হস্তান্তর করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ১২ মার্চ সন্ধ্যা অনুমান ০৫.৩০ ঘটিকার সময় মোছাঃ আখি খাতুন(২০), পিতা মোঃ আতিয়ার বিশ্বাস, সাং-দাতপুর, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ খোকসা থানাধীন শোমসুপুর রেল স্টেশন হইতে অটোভ্যান যোগে খোকসা বাসষ্ট্যান্ডে আসেন। একই তারিখ সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় খোকসা বাসষ্ট্যান্ড হইতে পাংশা থানা, রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। পথি মধ্যে মোছাঃ আখি খাতুন(২০) এর ব্যবহৃত ভ্যানিটি ব্যাগসহ ব্যাগের মধ্যে থাকা ১টি স্বর্ণের চেইন, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ২টি স্বর্ণের আংটি, রুপার ৫ভরি ওজনের পায়ের তোরা ও একটি স্মার্ট মোবাইল ফোন, নগদ ১০০০/-টাকাসহ হারিয়ে যায়। পরবর্তীতে মোছাঃ আখি খাতুন(২০) মনে পড়ে যে, উপরোক্ত মালামাল অটোভ্যানে রাখিয়া ভূল করে চলে আসিয়াছে। তিনি তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে প্রথমে ভ্যান চালক মোবাইল রিসিভ করে কথা বলেন। কিন্তু তিনি পরিচয় না দিয়ে উক্ত ফোন বন্ধ করে দেন। বিষয়টি সংগে সংগে খোকসা থানাকে অবহিত করিলে, খোকসা থানার অফিসার ইনচার্জ এএসআই(নিরস্ত্র) মোঃ মনিরুল ইসলামকে উদ্ধার করার জন্য দায়িত্ব দেন। দায়িত্ব প্রাপ্ত এএসআই (নিরস্ত্র) মোঃ মনিরুল ইসলাম এর অক্লান্ত পরিশ্রম করিয়া অটোভ্যান চালককে শনাক্ত করতঃ জিজ্ঞাসাবাদে উল্লেখিত মালামাল তার নিকট আছে বলে স্বীকার করেন এবং উদ্ধার পূর্বক প্রকৃত মালিক মোছাঃ আখি খাতুনকে বুঝিয়া দেওয়া হয়।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আন-নুর যায়েদ জানান, জনস্বার্থে এ ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে।