আরিফুল (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. কামাল শেখ (৫৩) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে খোকসা থানাধীন মানিকাট ব্র্যাক অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কামাল শেখ রাজবাড়ী জেলার পাংশা থানার মাছপাড়া থেকে খালি ভ্যান নিয়ে খোকসার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে একটি পিকআপ ভ্যান তাকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি রাখেন।
দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।