1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
খুলনাসহ আট অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা: খুলনা আবহাওয়া অধিদপ্তর দয়াল - Bikal barta
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৮:০৪|

খুলনাসহ আট অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা: খুলনা আবহাওয়া অধিদপ্তর দয়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় বুধবার, আগস্ট ২১, ২০২৪,
  • 53 জন দেখেছেন

 বিশেষ প্রতিনিধি, খুলনা: সারাদেশে গুঁড়ি গুঁড়ি ও মুষলধারে বৃষ্টি হচ্ছে। মৌসুমী বায়ুর স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, সারাদেশে এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসার পর্যন্ত বিস্তৃত। এমতাবস্থায় খুলনা বিভাগেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে খুলনা আবওহাওয়া অফিস। দেশের অন্তত আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। খুলনার অধিকাংশ স্থান বজ্রসহ বৃষ্টি অব্যাহত আছে। বুধবার (২১ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। খুলনা আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় প্রায় ৫০-৬০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খুলনা নগরীর অধিকাংশ স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভদ্রা নদী, শিবসা নদী ও রুপসা নদীতে প্রবল ভারিবর্ষণে পানি বৃদ্ধি পেয়েছে। জনজীবন কিছুটা ব্যহত হচ্ছে। এদিকে আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এসব এলাকা অন্যান্য সময় থেকে নদী ও রাস্তাঘাটে পানি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনার আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে, ‘বঙ্গোপসাগরের সকল মাছ ধরা টলার ও নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!