মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
শনিবার ১ মার্চ রাতে খানসামা উপজেলায় চৌরঙ্গী বাজারের পাশে আদিবাসী পাড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ মাদক ব্যবসায়ী ও ২ মাদক সেবনকারীর জেল ও জরিমানা করা হয়েছে। মাদক ব্যবসায়ী আদিবাসী
বুলুকে নিয়মিত মাদক মামলা এবং মাদক ক্রয় ও সেবনের অপরাধে নীলফামারী সদর উপজেলার চরাইখোলা গ্রামের সেলিম (২২) এবং খানসামা উপজেলার আঙ্গারপাড়া (সরদারপাড়া) গ্রামের নুর আলম (৩২) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা অর্থদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকার
খানসামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক জানান গ্রেফতারকৃত আসামিদের দুইজন দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতে ছয় মাসের জেল এবং দুইশত টাকা করে জরিমানা করা হয়েছে। এবং মাদক ব্যবসায়ী বুলুর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান