স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ি জেলা শহরের প্রাণকেন্দ্র শান্তিনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি দোকান পুড়ে যায়।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে স্থানীয় তালুকদার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়ভাবে কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানান ফায়ার টিম।
মার্কেটের মালিক জাফর তালুকদার বলেন, মার্কেটে কুলিং কর্নার, পার্টসের শো রুম, ওয়ার্কসপসহ ২০টি দোকান পুড়ে গেছে এতে পাঁচ কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। দোকান মালিকগণ নিঃস্ব হয়ে গেছে। এসময় তিনি অগ্নি কান্ডের ঘটনাটি কোনোরূপ নাশকতার অংশ কি-না তা ক্ষতিয়ে দেখতে প্রশাসনের নিকট আহবান জানান।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাকির হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি।
ইতিমধ্যে অগ্নি কান্ডের ক্ষয়ক্ষতি নির্ধারণ এর জন্য জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ