্
,,,,,,,,,মোঃ আলমগীর হোসেন
স্টাফ রিপোর্টার,,,,,,,,,
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে নেমে গরু ধরতে গিয়ে পানিতে ডুবে ষ্টক করে আবু হোসেন কালু (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সাঁড়া এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে নিহত আবু হোসেন কালু উপজেলার সাঁড়া এলাকার আফাজ উদ্দীন সরদারের ছেলে এবং ঈশ্বরদী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারের চাচাতো ভাই।
প্রত্যক্ষদর্শী জানায়, সকালে নদী পাড় হয়ে কোরবানির গরু আনতে পদ্মার চরে যায় আবু হোসেন কালু।
গরু নিয়ে সাঁতরে নদী হচ্ছিলেন তিনি।
সাঁতরে গরু নিয়ে পাড় হওয়ার সময় গরু গভীর পানিতে নেমে যায়, সেই গরু ধরে আনতে গিয়ে স্ট্রোক করে নদীতে ডুবে জান তিনি।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ