ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ,:
আশ্বাস প্রকল্পের আওতায় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ৩নং কুশনা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর দক্ষতা উন্নয়ন কর্মশালা ১৩ জানুয়ারী ২০২৫ তারিখ সোমবার সকাল ১০টায় অত্র ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই কর্মশালার সভাপতিত্ব করেন এবং শুভ উদ্বোধন করেন ৩নং কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃশাহারুজ্জামান সবুজ,
আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার আল মামুন এর সঞ্চলনায় উক্ত কর্মশালাটি উপস্থাপনা করেন- রূপান্তরের আশ্বাস প্রকল্পের ঝিনাইদহ জেলার প্রোগ্রাম অফিসার মোঃ আল- মামুন। আশ্বাস প্রকল্পের যশোর ক্লাস্টার -২ এর প্রোগ্রাম অফিসার জনাব উজ্জ্বল কুমার পাল কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন রূপান্তর আশ্বাস প্রকল্পের যশোর ক্লাস্টার(-০২) এর প্রকল্প সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য হুসনে আরা, রিজিয়া বেগম,রেনেকা বেগম, ইউপি সদস্য কামাল হোসেন, সাইফুল ইসলাম, জীবন কুমার, হাবিবুর রহমান, জাহিদুল ইসলাম, শামসুল হুদা,ফরিদুল ইসলাম, বাবুল আহমেদ, আবুল হোসেন, ইউনিয়ন সমাজকর্মী হিসেবে উপস্থিত ছিলেন শামীমা আক্তার, ইউপি কৃষি কর্মকর্তা মশিউর রহমান ইউপি পরিবার পরিকল্পনা পরিদর্শক মহিলা খালেদা বেগম আনসার ভিডিপি লিডার নুর মোহাম্মদ , প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম রসুল স্বপন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ছিলেন মাওলানা নুরুন্নবী, এনজিও কর্মকর্তা আবদুল হান্নান, কমিউনিটি পুলিশ নুরুল ইসলাম, স্হানীয় বিশিষ্ঠ ব্যক্তিদের মধ্যে মাসুদুর রহমান, ইউনিয়ন কাজীর সহযোগী ওসমান গনি, পরিবার পরিকল্পনা পরিদর্শক পুরুষ বিপুল হোসেন,মহাবিদ্যালয়ে সহযোগী অধ্যাপক আব্দুস সালাম,গণমাধ্যম কর্মী সাংবাদিক আবুল হাসান, শিশু প্রতিনিধিদের মধ্যে ছেলে নাশিদ আহমেদ,শিশু মেয়ে মুনিয়া খাতুন যুব প্রতিনিধি ছেলে নাঈম হোসেন,যুব প্রতিনিধি মেয়ে গোলাপী খাতুন,ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাইফুর রহমান।
কর্মশালায় ইউনিয়ন পর্যায়ের
সিটিসি’র অগ্রাধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরণ, মানব পাচারের সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিতকরণ, সারভাইভারদের সুরক্ষার জন্য ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে বরাদ্দ ও বরাদ্দের সদ্বব্যবহার, জনসচেতনতা সৃষ্টিতে সারভাইভারের সুরক্ষা বিষয়ক কার্যক্রম গ্রহণ ও পরিচালনা, মানব পাচার প্রতিরোধ কমিটিকে সম্পৃক্তকরণের গুরুত্ব, কৌশল নির্ধারন ও কর্মপরিকল্পনা গ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
এ অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক আশ্বাস প্রকল্পের জন্য নির্মিত “প্রেরণার আলোকশিখা” আগুন পাখি নামক দুইটি ডকুমেন্টরি ভিডিও দেখানো হয়। যেখানে মানব পাচারের শিকার সারভাইভারদের সংগ্রাম, বৈষম্য ও ফিরে আসার গল্প তুলে ধরা হয়েছে। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে যশোর ও ঝিনাইদহ জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ