1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
কালাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ - Bikal barta
১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:১৩|
সংবাদ শিরোনামঃ
ইউএনওর পদত্যাগসহ তিন দাবি বিশ্বম্ভরপুর ছাত্র জনতার লংমার্চ নীলফামারী সৈয়দপুর সৈয়দপুর প্রিমিয়াম লীগ ফুটবলের উদ্বোধন পলাশবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন দেড় ঘন্টা চেষ্টার পর হলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের আগুন নিয়ন্ত্রণে  কিছু সুশীল আ. লীগের রাজনীতি নিষিদ্ধের বিরোধিতা করছে, এরা হলো দালাল: যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি কালাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ধামইরহাটে প্রেমিকাকে বিয়ে করতে ব্যর্থ হওয়ায় যুবকের আত্মহত্যা ভাঙ্গায় রেল চলাচল স্বাভাবিক, লাইনচ্যুত জাহানাবাদ এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে, চট্টগ্রাম নগরীর পতেঙ্গা নাজির পাড়া এলাকাবাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত টেকনাফে বিবাহের সাত মাস পর গুম হওয়া ফাতেমাকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চায় পরিবার। 

কালাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় শনিবার, মে ১০, ২০২৫,
  • 51 জন দেখেছেন

 

হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার:

জয়পুরহাটের কালাই উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জনাব ইফতেকার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) এর ইন্সট্রাক্টর আব্দুল মান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবিদ আব্দুল্লাহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার গুরুত্ব এবং এর গুণগত মানোন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোকপাত করেন। তাঁরা শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলা পর্যায়ে আয়োজিত হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ। পুরস্কার প্রাপ্তির পর শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

এই আয়োজনের মাধ্যমে উপজেলায় প্রাথমিক শিক্ষার গুরুত্ব আরও জোরালোভাবে তুলে ধরা হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!