মন্জুরুল আহসান শামীম
স্টাফ রিপোর্টারঃ রংপুর জেলার কাউনিয়া উপজেলার বেইলিব্রীজ এলাকা হতে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা একটি ব্যাটারি চালিত ইজিবাইক
জব্দসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। 'বাংলাদেশ আমার অহংকার' এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃস্হপতিবার বিকেলে উপজেলার বেইলীব্রীজ বাজারের রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পশ্চিম পার্শ্বে জনৈক আলেপনুর এর জিনিয়াস টেইলার্স এন্ড ফেব্রিক্স এর সামনে পাকা রাস্তার উপর
র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক অভিযান পরিচালনা কালে একটি নীল রংয়ের ব্যাটারিচালিত ইজিবাইক আসা মাত্রই থামানোর সংকেত দিলে আসামীরা চেকপোষ্টে গাড়ি রেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে বাদীর সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় ৪ জন মাদক কারবারি আটক করা হয়েছে।
আটকৃতরা হলেন, ফুলবাড়ী, জেলার কাশিপুর গ্রামের মোঃ ময়েজ উদ্দিনের ছেলে মোঃ মেহের চিশতী,অনন্তপুর ঘুঘুরহাট গ্রামের মোঃ হাবিল (২৪),কাবিল মিয়া, ওয়াজেদ আলীর ছেলে মোস্তফা কামাল (১৯),।পরবর্তী কার্যক্রমের জন্য রাতে গ্রেফতারকৃত আসামীকে কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বলেন, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে, আটক ৪ জনকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ