মন্জুরুল আহসান শামীম
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলা একযোগে ৫৪টি ওয়ার্ডে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ মার্চ) উপজেলার ছয় ইউনিয়নের প্রত্যেকটি স্ব স্ব ওয়ার্ডে পৃথকভাবে দোয়া ও ইফতার মাহফিল হওয়ায় একসাথে ২৫ থেকে ৩০ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।
উপজেলা বিএনপির তত্ত্বাবধানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে
সচিত্র প্রতিবেদনের মাধ্যমে পর্যবেক্ষণ করেন জেলা বিএনপির সদস্যসচিব আনিসুর রহমান লাকু, কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকাসহ উপজেলার অন্যান্য এলাকায় উপস্থিত ছিলেন ও ইফতার মাহফিলে অংশ নেন।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যের যে ডাক দিয়েছেন সে ডাকের প্রতীক হিসেবে সেটাকে কাজে লাগিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। উপজেলা বিএনপিকে ঢেলে সাজানোর প্রথমপর্বে উপজেলার ৬ ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে একসঙ্গে দোয়া ও ইফতার মাহফিলের উদ্যোগ নেওয়া হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ