মন্জুরুল আহসান
স্টাফ রিপোর্টারঃ কাউনিয়ায় বিক্রি করা জমি ক্রেতা কে মাপ যোগ করে দিতে গিয়ে প্রভাবশালী প্রতিপক্ষ এ জমি নিজেদের দাবী করে হামলা চালিয়ে জমির মালিক ভূতছাড়া গ্রামের এমদাদুল হক কে গুরুতর আহত করে।
মঙ্গলবার বিকেলে জিন্নাহ- চম্পা ফাউন্ডেশন হল রুমে এক সংবাদ সন্মেলন লিখিত বক্তব্য পাঠ কালে আহত জমির মালিক এমদাদুল হক এ অভিযোগ করেন। তিনি বলেন আমি দীর্ঘ দিন ধরে অসুস্থ্য থাকায় চিকিৎসার জন্য স্থানীয় শাহাজানের নিকট ১৪ শতক জমি বাজার মূল্যে বিক্রি করি। এ জমির দাম কম বলায় প্রতিবেশি মহির মুহুরীর নিকট জমি বিক্রি না করায় তিনি আমার উপর ক্ষিপ্ত হয়। গত ১ মার্চ বিক্রি করা ১৪ শতক জমি ক্রেতা শাহাজান কে মাপযোগ করে দিতে গেলে প্রভাবশালী প্রতিবেশি মহির মুহুরী গং জমি ক্রয় করতে না পেরে ওই জমি নিজের দাবী করে আমার উপর হামলা চালায়, এসময় বাঁধা দিতে গিয়ে ক্রেতার ওয়ারিশ দুলাল ও মিজানুর রহমান মিন্টু কে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারপিট করে আহত করে। স্থানীয় লোকজন আমাদের কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে শারিরীক অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি বলেন প্রতিপক্ষরা আমাকে ও পরিবারের লোকজন কে জীবন নাশের হুমকি প্রদান করে আসছে, আমি সংবাদ সন্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট আইনী সহায়তা দাবী করছি। সাংবাদিক সন্মেলন এমদাদুল হকের স্ত্রী রাহেলা বেগম ও পুত্র মোঃ আবু রায়হান উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ