মোঃ মন্জুরুল আহসান:
স্টাফ রিপোর্টারঃ কাউনিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে সোমবার দুপুরে কৃষি অফিসের চত্বরে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম, খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহর আলী প্রমূখ। উপজেলার ১ হাজার ৯শ’ ৫০ জন চাষীর মাঝে আউশধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।