মন্জুরুল আহসান শামীম
স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় রাতের আঁধারে এক অসহায় দরিদ্র কৃষকের ২০০ শত পেঁপে গাচ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষাধিক টাকার। বৃস্হপতিবার দিবা গত রাতে উপজেলার শহীদবাগ ইউনিয়নের কুটিরপাড় এলাকার এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মো. আনোয়ার হোসেন, তিনি উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু লিচু বাগান এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে৷
আনোয়ার হোসেন জানান, প্রায় ৪ বছর আগে বাৎসরিক ৪৫০০০ টাকায় হারে স্থানীয় জামে মসজিদের জমি সহ ১ একর জমি লিজ নিয়ে বিভিন্ন ধরনের চাষাবাদ করে আসছেন, এর মধ্যে ২৪ শতক জমির মধ্যে ২৫০টি পেপের চারা রোপন করেন তিনি, পরিশ্রম আর পরিচর্যায় সারি সারি পেপে গাছের বাগান ভরে ওঠে ফুল ও ফলে, আর অল্প কিছুদিনের মধ্যেই বাজারজাত করে এনজিওর কিস্তি ও ছেলেমেয়েদের পড়াশোনার খরচ যোগান দেবার ছিল কৃষক আনোয়ারের।
কিন্ত শুক্রবার (৯মে) সাকারে বাগানে গিয়ে দেখেন তার বাগানের প্রায় ২০০ শত পেপে ধরা গাছ মাটিতে পড়ে আছে। যেগুলো আর কিছুদিন পরে বিক্রির উপযুক্ত হতো।
এ বিষয়ে স্থানীয়রা জানান,আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে জমি লিজ নিয়ে বিভিন্ন ফল ও ফলজের বাগান তৈরি করেন, তার পেপে বাগেনে ২৫০ টির বেশি গাছ ছিলো ,কিন্তু তার সঙ্গে কারও শত্রুতার কথা তারা শোনেননি। তবে ঘটনা দেখে মনে হচ্ছে এটা পূর্ব শত্রুতার কারণে এটা করা হয়েছে। যারা তার এই ক্ষতি করেছেন তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছেন। এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানান এছাড়া যারা এই অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।
শহীদবাগ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন জানান,
মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা। যারা এই অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার জানান, ঘটনাটি আপনাদের মাধ্যমে আমার নজরে এসেছে, ইতোমধ্যেই আমরা সেখানে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পাঠিয়েছি এবং
ঘটনাস্থল পরিদর্শন করে উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে কিভাবে প্রদোদনার আওতায় আনা যায় সে ব্যাবস্থা গ্রহন করা হবে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।