মন্জুরুল আহসান
স্টাফ রিপোর্টারঃ যথাযোগ্য মর্যাদায় রংপুরের কাউনিয়ায় উদযাপিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদমিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদের পক্ষে নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুজয় সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল। কাউনিয়া থানা পুলিশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ। মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, সাবেক উপজেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক রকিবুল হাসান পলাশ, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান মিয়া। জাতীয় নাগরিক কমিটির আরিফ চৌধুরী, আকরাম হোসেন। কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, গোলাম আজম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহসান শামীম, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, রিপোটার্স ইউনিটির সভাপতি শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। উপজেলা প্রেসক্লাবের সারওয়ার আলম মুকুল, নিতাই রায়, ফুটবল একাডেমি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শ্রদ্ধা নিবেদন করা হয়।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।