মন্জুরুল আহসান
স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। সভায় বক্তব্য রাখেন- থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম জসিম, সহ সভাপতি জুলহাস হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন এলাকায় চুরি বৃদ্ধি, মাদক ও জুয়া, অবৈধভাবে বালু উত্তোলন, অসাধু ব্যবসায়ি ও মজুদদারসহ বিভিন্ন সমস্যার নানাদিক বক্তব্যে উঠে আসে। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদক ও জুয়ার ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। অসাধু ব্যবসায়ি ও মজুদদারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে। উত্থাপিত আইনশৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে রেজুলেশন করা হবে। পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এরপর মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় নানা কর্মসুচির মধ্যদিয়ে উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ